Sylhet Express

মৌয়ের বাড়িতে তারকাদের আনন্দ সন্ধ্যা

0 ১,৮৩৫

অভিনেত্রী তাহমিনা সুলতানা মৌয়ের বাড়িতে একটি ভালো সন্ধ্যা কাটল দেশ বরেণ্য কয়েকজন তারকার।
গত ২২ এপ্রিল সেখানে ঘটেছিল তারকাদের মিলন মেলা। সেই মিলন মেলায় আড্ডা, হাসি, আনন্দ গল্পে পুরো পরিবেশ মাতিয়ে রাখেন, দিলারা জামান, সুবর্ণা মুস্তাফা, বদরুল আনাম সৌদ, বিজরী বরকতউল্লাহ, ইন্তেখাব দিনার, ওয়াহিদা মল্লিক জলি, মৌসুমী নাগ, দীপা খন্দকারসহ আরও অনেকেই।

এক টেবিলে জড়ো হয়েছিলনে বাংলাদেশের অনেক তারকা। ছবি: সংগৃহীত

সেদিন অনেক খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল তাহমিনা মৌয়ের বাড়িতে।
ওই দিনের কিছু ছবি নিজ ফেসবুকে আপ করে বিজরী বরকতুল্লাহ লিখেছেন, ’তাহমিনা মৌয়ের বাড়িতে একটি চমৎকার সন্ধ্যা উপভোগ করলাম।’

মিলনমেলার উদ্দেশ্য জানতে প্রিয়.কম যোগাযোগ করেছিল অভিনেত্রী মৌয়ের সঙ্গে। তিনি বলেন, ’তেমন কিছুই না। এমনিতেই সবাই একত্রিত হয়েছিলাম সেদিন। আমার বাসায় সবাইকে দাওয়াত করেছিলাম। অনেক আনন্দ হয়েছিল।’
মৌ বর্তমানে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সালাউদ্দিন লাভলুর পরিচালনায় একটি নাটকে অভিনয় করছেন। নাটকের নাম ’চিরকুমার মনে মনে।’

মন্তব্য
Loading...