Sylhet Express

ইনসান এইড বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজের শুভ উদ্ভোধন

0 ৫৪২

ইনসান এইডের নিজস্ব বিল্ডিংয়ের প্রথম ছাদ ডালাইয়ের শুভ উদ্ভোধন।
শাহপরাণ থানার ইসলামাবাদ গ্রামে অবস্থিত ইনসান এইড একটি ইসলামিক প্রতিষ্ঠান।
উক্ত প্রতিষ্ঠানের বিল্ডিংয়ের প্রথম ছাদ ডালাইয়ের উদ্ভোধন করেন ফাউন্ডার মেম্বার প্রবাসী জনাব মুজিব উল হক এবং প্রবাসী জনাব সেলিম আহমদ।

এছাড়া লন্ডন প্রবাসী জনাব শাহিন আহমদ সহ গ্রামের গণ্যমাণ্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনসান এইডের ম্যানেজার অব; এড; ইঞ্জিনিয়ার নঊর উদ্দিন।
এছাড়া কোরআন থেকে তেলাওয়াত করেন মসজিদের ইমাম সাহেব,
দোয়া করেন জাহিদ আহমদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন রাজু আহমদ।
এছাড়া ইনসান এইডের প্রতিনিধি রুহিদ আহমদ,জাহিদ হাসান এবং বুরহান উদ্দিন উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি

মন্তব্য
Loading...