Sylhet Express

গোলাপগঞ্জে বাসের ধাক্কায় ৪ অটোরিকশাযাত্রী আহত

0 ৩৯৮

নিজস্ব প্রতিবেদক:: গোলাপগঞ্জের যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ চারজন আহত হয়েছেন।

সোমবার বিকেলে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ এলাকার ফুলবাড়ি ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে- বিকেল সাড়ে পাঁচটার দিকে সিলেটগামী একটি অটোরিকশাকে জকিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে চারজন আহত হন। আহতদের মধ্যে একজন হলেন- শাবিপ্রবি শিক্ষার্থী পুলক কান্তি দাশ। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার এসআই শংকর জানান- খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

মন্তব্য
Loading...