Sylhet Express

অসুস্থ শফিক ও মানিকের শয্যাপাশে পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন

0 ৫৫৮

ডেস্ক রিপোর্ট:: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন- সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বর্ষিয়ান জননেতা আ ন ম শফিকুল হক ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মানিক মিয়াকে দেখতে তাদের বাসভবনে যান।
শুক্রবার ভোর ৪টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট এসে পৌঁছান।
এরপর সকাল ১০টায় নগরীর আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে ক্যাপ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠান শেষ করেই প্রথমে ছুটে যান আ ন ম শফিকুল হকের বাসায়। এসময় তিনি তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তাঁর শারীরিক অবস্থার খোজ খবর নেন।

এর পর পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন যান বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা মানিক মিয়ার বাসায়। অসুস্থ মানিক মিয়ার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ নেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী সাথে ছিলেন- সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, জেলা পরিষদের সদস্য শামীম আহমদ প্রমুখ।
দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন।
ভোরে বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

মন্তব্য
Loading...