Sylhet Express

 প্রকাশিত সংবাদের প্রতিবাদ

0 ২২৪

গত ১৭ ও ২৬ ফেব্রুয়ারী ২০২০ ইংরেজি তারিখে সিলেটের বহুল প্রকাশিত সুরমা টাইমস পত্রিকায়, রয়েল সিলেট ডটকম, বাংলা প্রেস ও বিডিইনডেক্স২৪ এ আমি মোস্তাফিজুর রহমান মুন্নু ও আমার ছোটভাই মোজাম্মেল হোসেনের ইমনের বিরুদ্ধে ভুয়া ও কল্পকাহিনী তথ্য দিয়ে সংবাদ প্রকাশ হয়। যা জনসাধারণকে বিভ্রান্ত করতে ও আমাদের ভাবমূর্তি নষ্ট করার অভিপ্রায়। মূলত মিথ্যা ও মনগড়া সংবাদ উদ্দেশ্যপ্রনোদিতভাবে প্রকাশ করে একটি কুচক্রী মহল। সুনামের সাথে আমার ভাই বিআরটিএতে সরকারী চাকুরী করে এবং আমি মুস্তাফিজুর রহমান মুন্নু বিআরটিএতে সহকারী সীল মেকানিক হিসেবে কর্মরত আছি। আমরা দুই ভাই এই মিথ্যা সংবাদগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শত্রুপক্ষ আমাদের সুনাম ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে। এতে বিভ্রান্ত না হতে সর্বমহলের প্রতি অনুরোধ রইলো।(প্রেস বিজ্ঞ)  

মন্তব্য
Loading...