Sylhet Express

হবিগঞ্জে জেলা প্রশাসনের ৪ কর্মকর্তাসহ আরও ২০ জন শনাক্ত

0 ১১৪

হবিগঞ্জ জেলায় আরও ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চারজন জেলা প্রশাসনের কর্মকর্তা রয়েছেন বলে জানা গেছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল এ বিষয়টি নিশ্চিত করে বলেন, এদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন।
তিনি আরও বলেন, এসব ব্যক্তির নমুনা ঢাকায় পরীক্ষা করা হয়েছে। আইইডিসিআর থেকে নতুন ২০ জন আক্রান্তের বিষয়টি আমাদের নিশ্চিত করা হয়েছে।

আক্রান্তদের সকলেই হবিগঞ্জ শহর ও সদর উপজেলার বাসিন্দা।এনিয়ে হবিগঞ্জে মোট ৪৬ জন করোনাভাইস আক্রান্ত রোগী শনাক্ত হলেন।

মন্তব্য
Loading...