Sylhet Express

সাদ্দামের বাবার মৃত্যুতে রেবেকা আক্তার লাকীর শোক

0 ১৮৩

সিলেট মহানগর ছাত্রদল নেতা সাহেদ আহমদ সাদ্দাম এর বাবা সিলেট নগরীর সৈদানিবাগ এলাকার জনাব শুকুর মিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশন ২২,২৩,ও ২৪,নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রেবেকা আক্তার লাকী।
এক শোক বার্তায় লাকী বলেন-জনাব শুকুর মিয়া ছিলেন আমাদের মুরব্বী।
কাউন্সিলর মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন,ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।—বিজ্ঞপ্তি

মন্তব্য
Loading...