Sylhet Express

পাওয়ার নিউজ বিডি’র বার্তা সম্পাদকের ঈদ শুভেচ্ছা

0 ১৮২

মুসলিম উম্মাহর অন্যতম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতরে সকল পাঠক, প্রতিনিধি ও শুভাকাঙ্ক্ষীদের ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক জানিয়েছেন পাওয়ার নিউজ বিডির বার্তা সম্পাদক জনাব আহমদ নাহিদ। মিডিয়ায় পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বর্তমানে সিলেট সহ সারাদেশ লাগাতার লকডাউনে আটকা। বিশেষ করে সিলেটে আশংকাজনকভাবে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। যা রীতিমতো শংকার কারণ। আমাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে কুলাকুলি ও মুসাফা পরিহার করে সর্বোপরি সচেতনতার সহিত ঈদ উৎসব উদযাপন করতে হবে।

শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, এ বৎসর না-হয় খোলামেলা উদযাপন থেকে বিরত থাকলাম, পরের বৎসর উদযাপন করা যাবে। নিজে সুস্থ থাকুন, পরিবারকে সুস্থ রাখুন। ঘরে থাকুন, নিরাপদে থাকুন। আপনি সুস্থ থাকলে, সমাজ তথা দেশের মানুষ ভালো থাকবে, সুন্দর থাকবে।

মন্তব্য
Loading...