Sylhet Express

এবার করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র কামরান

0 ১১১

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন।সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে তাঁর নমুনা পরীক্ষা করেছিলেন। আজ তাঁর রিপোর্ট পজিটিভ আসে। অর্থাৎ তিনি করোনা আক্রান্ত। এর আগে তাঁর স্ত্রী আসমা কামরানও করোনা আক্রান্ত হয়েছিলেন।

বদর উদ্দিন আহমদ কামরান করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি তিনি নিজে নিশ্চিত করেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে আছেন বলেও জানিয়েছেন।

তিনি জানান, গতকাল বৃহস্পতিবার বদর উদ্দিন আহমদ কামরানের নমুনা সংগ্রহ করা হয়। আজ শুক্রবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন।

মন্তব্য
Loading...