নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে র্যাবের হাতে আটক’শীর্ষ সন্ত্রাসী ‘মিনহাজ
নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে র্যাব অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মিনহাজকে (৩০) গ্রেফতার করেছে। সে কোতোয়ালি থানাধীন শেখঘাট এলাকার আমিরুল ইসলামের ছেলে। এসময় র্যাব তার কাছ থেকে ২টি বেদশী রিভলবার, ১৩ রাউন্ড গুলি, ১৭০ পিস ইয়াবা, ২শত গ্রাম গাঁজা ও ৩টি দেশীয় অস্ত্র উদ্ধার করে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে কোতোয়ালি অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করলে শনিবার (২৫ জুলাই) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে পৃথক দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে শুক্রবার (২৪ জুলাই) রাতে র্যাব-৯ এর কমান্ডিং অফিসার লেফট্যান্টে কর্নেল আবু মুসা মো. শরিফুল ইসলামের নেতৃত্বে র্যাবের একটি দল এ অভিযান পরিচালনা করে।
সিলেট র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন (গণমাধ্যম) জানান, গ্রেফতারকৃত মিনহাজের বিরুদ্ধে সিলেট মহানগর পুলিশের বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।