লাইফ স্টাইলসর্বাধিক পঠিত

সুনামগঞ্জে দুপক্ষের সংঘর্ষে সাবেক ইউপি সদস্যসহ নিহত ২, পুলিশসহ আহত অর্ধশত

সুনামগঞ্জের শাল্লায় উপজেলায় বিরোধপূর্ণ জমিতে ঘর তোলা নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কার্তিকপুর গ্রামের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান (৫২) ও একই গ্রামের বাসিন্দা হেলাল (২৫)। এসময় আহত হয়েছেন এক পুলিশ কর্মকর্তাসহ অর্ধশত।

মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে এ সংঘর্ষ শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,শাল্লা উপজেলা কার্তিকপুর গ্রামের মুজিবুর রহমান এবং নিজাম উদ্দিন এই দুই গ্রুপের লোকজনের মধ্যে সাতপাড়া বাজারে ঘর তৈরী নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নিয়ে বসে মীমাংসা করার চেষ্টা করে। এসময় উভয়পক্ষের লোকজন কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পরে। সংঘর্ষ চলাকালীন সময়ে বুকে টেঁটাবিদ্ধ হয়ে হা‌বিবুর রহমান নামে একজন মারা গেছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে গিয়ে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এতে আলীম উদ্দিন নামের এক পুলিশ কর্মকর্তাসহ অর্ধশতাধিক আহত হয়।

আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলিম উদ্দিন শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ছাড়া শাল্লা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমানকে বুকে টেঁটাবিদ্ধ গুরুত্বর আহত অবস্থায় আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্য গুলিবিদ্ধ ও আহত ব্যক্তিদের নাম পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি।

শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৯ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এই ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker